1. syedmonir1985@gmail.com : DAINIKPOTRIKA :
  2. dainikpotrikainfo@gmail.com : Central Newsroom : Central Newsroom
  3. dainikpotrikabd@gmail.com : Central newsroom : Central newsroom
  4. dainikpotrikaads@gmail.com : News Room USA : News Room USA
ফুলবাড়ীতে বিষপানে আত্মহত্যা - দৈনিক পত্রিকা
বুধবার, ১৬ জুন ২০২১, ০৮:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
ছন্দের তালে নৃত্যে আনন্দে ভারত-বাংলাদেশের অংশগ্রহনে নৃত্য ছড়াওকবিতা আবৃত্তি প্রতিযোগীতা-২০২১

ফুলবাড়ীতে বিষপানে আত্মহত্যা

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
  • প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২২ বার দেখা হয়েছে

সোমবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুঁশি খাতুন (১৮) ওই গ্রামের আব্দুর সাত্তারের মেয়ে ও একই ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের মাসুস রানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুঁশি ও মাসুদ দু’জন দু’জনকে ভালবাসে। দুই পরিবারের আলাপ-আলোচনার মাধ্যমে দেড় মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাল ভাবেই চলছিল দেড় মাসের সংসার জীবন। তবে খুঁশি একটু জেদী ও অভিমানী প্রকৃতির ছিল। খুঁশির বাবা একজন কীটনাশক ও সার ব্যবসায়ী। তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে রোববার হালখাতা শুরু হয়।

হালখাতা উপলক্ষে মেয়ে ও জামাইকে দাওয়াত করেন। সেই দাওয়াতে রোববার সকালে মাসুদ রানার সঙ্গে বাবার বাড়িতে আসে খুঁশি। সারা দিন মেয়ে-জামাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার অনুষ্ঠানের সব ধরনের সহযোগীতা করে। পরে মাসুদ রাতেই নিজ বাড়িতে যান। সোমবার সকালে স্ত্রী খুঁশিকে নিতে আবারও শ্বশুর বাড়িতে আসেন মাসুদ রানা। খাওয়া-দাওয়া শেষে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে যাবার সময় অমত করে খুঁশি।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হয়। এ সময় শ্বশুর-শ্বাশুড়ি মেয়ে খুঁশিকে জামাইয়ের সঙ্গে যাওয়ার কথা বললেও কোনক্রমে খুঁশি স্বামীর সঙ্গে যেতে রাজি হয়নি। এর কিছুক্ষণ পর পরিবারের সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে বিষপানে আত্মহত্যা করে। পরে খুঁশির গোঙরানী শব্দে ঘরের দরজা ভেঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব ২০১৯-২০২১
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazardainikp1
ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । দৈনিক পত্রিকা কতৃপক্ষ
%d bloggers like this: