সংবিধানে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া নিষিদ্ধ করা, উপ-প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি, সংসদে উচ্চকক্ষ গঠন এবং গণভোটের বিধান সংযোজনসহ ৬২টি দফা সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনের কাছে এই প্রস্তাব জমা দেয় দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে সংসদ ভবনে গিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা লিখিত আকারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ জানান, তাদের প্রস্তাবনায় ক্ষমতার ভারসাম্যের (ব্যালেন্স অব পাওয়ার) বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করার পর নতুন নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ জানান, কমিশন আগামী সপ্তাহে সারাদেশে একটি গণজরিপ পরিচালনা করবে। এই জরিপে গ্রাম থেকে শহর, তরুণ থেকে প্রবীণ—সব শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে।
উল্লেখ্য, ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোকে লিখিত প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করা হবে।
মন্তব্য করুন