চট্টগ্রামে আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হলের সামনে এবং কোতোয়ালী মোড়ে সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় মামলাগুলো দায়ের করা হয়।
প্রথম মামলায় আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তৃতীয় মামলায় কোতোয়ালী মোড়ে সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন আবেদন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ বাধে।
চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় আরও অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতারে কাজ চলছে।
এ ঘটনায় পুরো নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।
মন্তব্য করুন