কোটালীপাড়ার ঘাঘর বাজার এলাকায় ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং ভাসমান দোকান উচ্ছেদে বৃহৎ অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত এবং রাস্তার দুপাশে দোকানদাররা বেআইনিভাবে চৌকি বা পাকা ইমারত তৈরি করে ব্যবসা পরিচালনা করায় বাজারের পরিবেশ নষ্ট হচ্ছিল। একইসঙ্গে যানবাহন এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
আজ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, বিকেল সাড়ে ৩টায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত যৌথভাবে পুলিশের একটি দল নিয়ে ঘাঘর বাজারে উচ্ছেদ অভিযান চালান। অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা হয়।
অভিযান চলাকালে পশ্চিমপাড়া এলাকার অন্যান্য বাজারেও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও শাহিনুর আক্তার বলেন, “বহুদিন ধরে ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। জনগণের স্বার্থে এ অভিযান পরিচালিত হচ্ছে। এটি আগামী তিন দিন ধরে চলবে এবং বাজার এলাকাকে সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।”
জনস্বার্থে এমন কার্যকর উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। প্রশাসনের এ উদ্যোগ এলাকায় বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে স্থানীয়রা আশাবাদী।
No tags found for this post.
মন্তব্য করুন