টঙ্গীতে নিউ মুন্নু ফাইন কটন মিলসের সাধারণ সভায় ৬ জন পরিচালক নির্বাচিত
টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান নিউ মুন্নু ফাইন কটন মিলসের ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় মিলস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় আগামী তিন বছরের জন্য কন্ঠ ভোটের মাধ্যমে ৬ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় মিলসের চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র শিল্প প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মোঃ সালাহ উদ্দিন সরকার। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম প্রমূখ।
সভায় নির্বাচিত পরিচালকরা হলেন, আব্দুর সাত্তার চৌধুরী, গোলাম মুরশিদ, আবু সাইদ মিয়া, মোতালেব হোসেন, কাজী মিজানুর রহমান ও মো: ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, টঙ্গী অঞ্চলের শ্রমিকদের দ্বারা পরিচালিত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে উন্নয়নের দিক দিয়ে নিউ মন্নু ফাইন কটন মিলস্ অনেক পিছিয়ে রয়েছে। এখন থেকে এই প্রতিষ্ঠানের প্রতিমাসের আয় ব্যয়ের হিসাব চেক করা হবে। সেই সাথে অডিটের ব্যবস্থা করা হবে। শেয়ার সদস্যগণ যেন তাদের প্রাপ্য হিসাব সঠিক ভাবে পান সেটা নিশ্চিত করা হবে। এ সময় মিলসের শেয়ার সদস্য সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন