মরহুম আব্দুল মোমেন খানের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি’র) প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক খাদ্যমন্ত্রী ও কেবিনেট সচিব আব্দুল মোমেন খানের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৮৪সালের ১২ ই ডিসেম্বর মৃত্যু বরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোরাশাল পৌর বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে পলাশ উপজেলার মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের ছেলে সাবেক মন্ত্রী (বি,এন,পির) স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রোকসানা খন্দকার নির্বাহী পরিচালক খান ফাউন্ডেশন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মাহরিন খান পোস্ট-ডক্টরাল গবেষক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং পলাশ থানা বি,এন,পির নেতা কর্মীরা। আজকের এই দিনটিতে রাজনীতি ও সামাজিক সংগঠনগুলো মরহুম আব্দুল মোমেন খানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে পরিবার এবং বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা সবাই উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। মরহুমের অবদান স্মরণে তার কর্মস্থল ও বাসভবনে বিশেষ আয়োজন করা হয়েছে। অবশ্যই, আব্দুল মোমেন খানের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে তার অসামান্য কর্ম ও অবদানের মধ্য দিয়ে। তার আদর্শ, নিষ্ঠা এবং দেশপ্রেমের পথ অনুসরণ করে নতুন প্রজন্ম এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।
মন্তব্য করুন