উত্তরা পূর্ব থানা বিএনপির কর্মী সভা ও ৩১ দফা ঘোষণা
বিশেষ প্রতিনিধি :
বীরের বেশে তারেক রহমান আসবে দেশে। এ স্লোগানের মধ্যে দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা ঘোষণা ও উত্তরা পূর্ব থানা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার উত্তরার আজিমপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় গণমানুষের মাঝে ওইসব দফাগুলো তুলে ধরা হয়।
এ সভায় উত্তরা পুর্ব থানা বিএনপির আহবায়ক মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সভাপতি মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন এসএম জাহাঙ্গীর আলম, এম কফিলউদ্দিন, আলাউদ্দিন আহমেদ, এবিএম এ রাজ্জাক, উত্তরা পূর্ব থানা বিএনপি’র আমিনুল ইসলাম, সদস্য সচিব মোস্তফা, ফিরোজ আহমেদ, এসআই টুটুল, মনির হোসেন প্রমুখ। এসময় উত্তরা পুর্ব থানা বিএনপির কর্মী সভা ঘিরে তৃণমূল পর্যায়ে জাগ্রত নেতাকর্মীরা আনন্দিত উৎসবে মুখরিত ছিল।
মন্তব্য করুন