নবাবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক কাউন্সিলর অনুষ্ঠিত
নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বেলা আড়াইটার সময় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেমউদ্দিন এর পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর – দিনাজপুর অঞ্চলের প্রধান উপদেষ্টা জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, নবাবগঞ্জ উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, অধ্যাপক মোঃ আকমাল হোসেন, যুবনেতা মোঃ সেলিম রেজা, বিরামপুর পৌর শাখার সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহীনুর রহমান। এছাড়াও নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তন্মধ্যে মোঃ সুলতান মাহমুদ, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি, মোঃ হাফিজুর রহমান, যায় যায় দিন, উপজেলা প্রতিনিধি, আতিকুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা, মোহাম্মদ ওয়ালীউর রহমান মিরাজ, দৈনিক তৃতীয় মাত্রা, রঞ্জিত চন্দ্র রায়, সময়ের কণ্ঠ, বনি আমিন, চ্যানেল এস, মোঃ আকমাল হোসেন, ইস্টার বাংলা টিভি, মোঃ রেজাউল ইসলাম, দৈনিক সাতমাথা প্রমূখ।
উক্ত সম্মেলনে দুই হাজার পঁচিশ – ছাব্বিশ সেশনের জন্য পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবাবগঞ্জ উপজেলা কার্যকরী কমিটি গঠন ও গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাক্য পড়ানো হয়।
কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে সভাপতি মোঃ মুশফিকুর রহমান, সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল জলিল, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ মোকসেদ আলী, সাধারণ সম্পাদক হলেন মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ওবায়দুল ইসলাম,হাসেম আলী, মোঃ শাহজাদা, মোঃ হাসিবুর জামান হীরা ও সহ সাধারণ সম্পাদক মহিলা পদে মোছাম্মৎ সাহিনুর বেগম, কোষাধক্ষ্য মোহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাওসার সবুজ, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সহ প্রচার সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, আইন আদালত সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ আসাদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মামুন মিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ দুলু মিয়া, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, মোঃ সাজেদুর রহমান, মানিকুল ইসলাম, মোঃ মোস্তফা মাহমুদ ,মোঃ রুবেল মিয়া, মোহাম্মদ এনামুল কোভিদ মোহাম্মদ তামিম হোসেন, মোঃ রাসেল মিয়া, মহম্মদ মতিয়ার রহমান ও মোহাম্মদ ভূট্টু মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে রয়েছে সকল দল মত পথ আদর্শ ও শ্রেণী পেশার মানুষের মুক্তি ও কল্যাণ। বাংলাদেশে যতদিন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না, ততদিন মেহনতী ও শ্রমজীবী মানুষের অধিকার শতভাগ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য ইসলামিক শ্রম নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কার্যকরী ভূমিকা পালন করা দরকার। পরিশেষে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন