গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অ’গ্নি’কাণ্ড
শ্রীপুর পৌর চার নং ওয়ার্ডের মেঘনা গ্রুপের একটি বাটন কারখানায় এক ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়।
আজিজ ফকির শ্রীপুর গাজিপুর
আজ দুপুর দেড় টার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড এর কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এসময় কারখানার ভেতরে থাকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হতে থাকলে চারদিকে আগুন ছড়ায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, আড়াই ঘন্টা চেষ্টায় নিয়ন্তনে আসে আগুন।এ ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জুনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আশরাফ ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী ঘটনাস্থল পরিদর্শন করেন। কারখানার ফায়ার সার্ভিস সেফটি অফিসার অহিদুজ্জামান বলেন , হঠাৎ দুপুর দেড়টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দ হয়ে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন দ্রুত কারখানা ভেতরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ও কারখানার রেসকিউ টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আড়াই ঘন্টা ফায়ার সার্ভিস চেষ্টায় নিয়ন্তনে আসে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, আমরা এই ঘটনায় কারখানার ম্যানেজার আব্দুর রহমান সহ চারজনের আহতের কথা শুনেছি। আর একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মন্তব্য করুন