*বাড়ী ফাঁকা পেয়ে দেওয়াল টপকে দূরদর্শ চুরি*
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের একটি বাড়িতে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর সকাল ১০ টার মধ্যে যেকোনো সময়ে এ চুরির ঘটনা ঘটেছে, যেখানে চোর একটি বাড়ী ফাঁকা পেয়ে মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, অপরাধী বাড়ীর দেওয়াল টপকিয়ে প্রবেশ করে এবং ঘরের বিভিন্ন জায়গা তল্লাশি করে এবং প্রায় ১২ লাখ টাকা নিয়ে যায় ।
ঘটনাটি ঘটে যখন বাড়ির মালিকরা সপরিবারে বেরিয়ে যান। বাড়ী ফাঁকা থাকার সুযোগে চোর ঘরের টেবিল, আলমারি এবং অন্যান্য জায়গা থেকে নগদ টাকা, গহনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
এলাকার বাসিন্দারা জানান, চোরটি কোনো ধরনের অস্বাভাবিক আচরণ না করেই বাড়ীতে প্রবেশ করে এবং দ্রুত সমস্ত মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে যায়।
ভুক্তভোগী জানান, গত ২২ ডিসেম্বর বিকাল ৪টার সময় সপরিবারের মেয়ের শ্বশুর বাড়িতে যায় । পরবর্তীতে গত ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় এসে দেখি বাসায় পরিকল্পিতভাবে চুরি হয়েছে।
এ বিষয়ে আক্তার উদ্দিন মাস্টার বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারের চেষ্টা
অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন