ময়মসিংহের ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ফুলপুর উপজেলা ছাত্রদল।
বুধবার (০১ জানুয়ারী ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে ফুলপুরে ময়মনসিংহের উত্তর জেলা ছাত্রদলের নেতা এ কে এম রাজিবুল হক রাজিব নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুর করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সহ ইউনিয়ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এসে ছাত্র নেতা এ কে এম রাজিবুল হক রাজিবের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আদনান,মাসুম,সুমন,সাগর,আনারুল,বাবু,হুমায়ুন,এনামুল,মুস্তাকিম।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।
মন্তব্য করুন