টঙ্গীতে সাপ্তাহিক ‘ঢাকার কথা’ পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো: মাহবুবুর রহমান, স্টাফ রিপোর্টার
২৪ মার্চ (২৩ রমজান), টঙ্গী— পবিত্র মাহে রমজান উপলক্ষে সাপ্তাহিক ‘ঢাকার কথা’ পত্রিকার উদ্যোগে এক অনাড়ম্বর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর সাত রঙ গেট সংলগ্ন পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার কথা পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন পত্রিকার যুগ্ম সম্পাদক মো: মহিউদ্দিন চিশতী এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মজিব (প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক, মহানগর রিপোর্টারস ক্লাব), কামাল উদ্দিন সজিব (সিনিয়র ক্রাইম রিপোর্টার, ঢাকার কথা),তৈমুর আলম অপু (সাংবাদিক, মুভি বাংলা টেলিভিশন)। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার কথা পত্রিকার হানিফ মিয়া সবুজ (ব্যবস্থাপনা সম্পাদক), সেলিম বিক্রম (সাংবাদিক, ঢাকার কথা), আব্দুল বাতেন (সাংবাদিক,ঢাকার কথা), সাংবাদিক মো: বাচ্চু আলম (সভাপতি, অসহায় শিশুদের কল্যাণে সংগঠন), সাংবাদিক মো: হোসেন আলী (বিমানবন্দর দক্ষিণখান) ও দৈনিক পত্রিকা-এর মাহবুব আলম সানি (সাংবাদিক) এবং আরো অনেক সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য ও সাংবাদিকতার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। দেশ, জাতি ও সাংবাদিকতা পেশার উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সাংবাদিক) বলেন, “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম মাধ্যম। ‘ঢাকার কথা’ সবসময় সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন।
মন্তব্য করুন