স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ফরিদুল ইসলাম স্বপনের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গৌরীপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম স্বপনের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল ও সাইফুল ইসলাম কামাল আহবায়ক ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল স্বপনের স্ত্রী ও সন্তানের হাতে এই ঈদ উপহার তুলে দেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহিবুল হক টুটুল বলেন, “শহীদ ফরিদুল ইসলাম স্বপন ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এক সাহসী সৈনিক। তার আত্মত্যাগ আমরা কখনোই ভুলব না। তার পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং এই ছোট্ট উপহার সেই দায়িত্ববোধের অংশ হিসেবেই প্রদান করা হয়েছে।”
স্বপনের পরিবার এই উপহার ও শুভেচ্ছা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ফরিদুল ইসলাম স্বপন স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সময় শহীদ হন। তার অবদান স্থানীয় ও জাতীয় রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন