ঢাকা-ভৈরব রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের উদ্বোধন
মোঃ মাহবুবুর রহমান, স্টাফ রিপোর্টার
ঢাকা-ভৈরববাজার রুটে নতুন কমিউটার ট্রেন ‘নরসিংদী কমিউটার’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশনে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
নতুন এই ট্রেন সার্ভিস চালুর ফলে নরসিংদী ও আশপাশের এলাকার যাত্রীরা আরও সহজ ও দ্রুত সময়ে রাজধানীসহ অন্যান্য গন্তব্যে যাতায়াত করতে পারবেন। প্রতিদিন চারবার করে আপ-ডাউন করবে ট্রেনটি। তবে ঈদের মৌসুমে যাত্রীদের চাপ সামলাতে এই সংখ্যা কমিয়ে দুইবার করা হবে।
ট্রেনটি ভৈরববাজার থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ভৈরববাজারে পৌঁছাবে। যাত্রাপথে দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে।
নরসিংদী কমিউটার ট্রেনটিতে মোট ১৬টি কোচ রয়েছে, যার মধ্যে রয়েছে ৯টি শোভন, ২টি শোভন চেয়ার, ২টি ফার্স্টক্লাস চেয়ার, ১টি পাওয়ারকার, ১টি খাবারের বগি এবং একটি গার্ড ব্রেক। যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন এই ট্রেন সার্ভিস চালুর ফলে নরসিংদীসহ আশপাশের এলাকার যাত্রীদের জন্য যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন