শ্রীপুরে জমি নিয়ে উত্তেজনা, নারীকে প্রাণনাশের হুমকি
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে নিজের জমি বিক্রি করতে চাওয়ায় এক নারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, জমিটি টিনসেড দিয়ে ঘিরে ফেলে জবরদখল করে নিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। শনিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী মোছা. শাহানাজ আক্তার।
ভুক্তভোগী শাহানাজের অভিযোগ সূত্রে জানা যায়, তিনি কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় দলিলমূলে জমি কিনে দীর্ঘদিন ধরে দখলে রেখেছিলেন। সম্প্রতি জমিটি বিক্রির উদ্যোগ নিলে প্রতিবেশী মো. কাইয়ুম বাধা দেন। তিনি জমিতে জোরপূর্বক টিনসেড ঘর তুলে নিজের দখলে নিয়েছেন বলে দাবি করেন শাহানাজ।
শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিটির চারপাশ টিনের বেড়া দিয়ে ঘেরা। সাধারণের চলাচল সেখানে বাধাগ্রস্ত।
শাহানাজ বলেন, ‘আমি জমি কিনেছি বৈধভাবে। এখন বিক্রি করতে গেলে কাইয়ুম হুমকি দিচ্ছে, জমি ছাড়তে বলছে। এমনকি মেরে ফেলার ভয় দেখায়। আমি থানায় অভিযোগ করেছি। আইনের আশ্রয় নিয়েছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ও জমি কেনার সময় উপস্থিত এক ব্যক্তি বলেন, ‘আমি ছিলাম যখন শাহানাজ জমিটি কিনেছিলেন। তার দলিল-দস্তাবেজ ঠিক আছে। জমির মালিক তিনিই। কাইয়ুম জোর করে দখল করে রেখেছে।’
অভিযুক্ত কাইয়ুম বলেন, ‘আমি কারও জমি দখল করিনি। যদি কাগজপত্রে প্রমাণ হয় জমিটি তার, সে নিতে পারবে। আমি সঠিক তদন্ত ও বিচার চাই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন