গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও নগদ অর্থ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা বিক্রির নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই অভিযান পরিচালনার মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে তৎপর ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন।
পুলিশ জানায়, এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন