ওয়ালটন কোম্পানির বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
গাজীপুর প্রতিনিধি:
ওয়ালটন কোম্পানির বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ এনে গাজীপুরে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শতাধিক ডিলার। তাঁদের অভিযোগ, কমিশনের নামে কোটি কোটি টাকা আটকে রেখেছে কোম্পানিটি। হিসাব চাইলে হয়রানি, এমনকি মিথ্যা মামলায় কারাবন্দী করার হুমকি দেওয়া হচ্ছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে গাজীপুর ছাড়াও আশপাশের কয়েকটি জেলার ভুক্তভোগী ডিলাররা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ডিলার বলেন, ‘কমিশনের কথা বলে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে ওয়ালটন। কিন্তু নির্ধারিত পণ্য সরবরাহ করেনি। এখন যখন আমরা হিসাব চাই, তখন হুমকি দেওয়া হচ্ছে—মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, জেলে যেতে হবে।’
তারা আরও বলেন, ‘ডিলারশিপ নেওয়ার সময় ৫০ লাখ টাকা জমা দিই। কিন্তু কোম্পানি ধাপে ধাপে শত কোটি টাকার মতো অর্থ কমিশনের নামে নিয়েছে। সেই টাকার কোনো হিসাব এখন পর্যন্ত পাইনি।’
ডিলারদের দাবি, কমিশন সংক্রান্ত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। এ ছাড়া যারা মুখ খুলেছেন, তাঁদের বিরুদ্ধে যাতে কোনো হয়রানিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তা-ও নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
মন্তব্য করুন