নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (আসন নং-১৪৬), অর্থাৎ ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল।
দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের (উত্তর জেলা) সাবেক আহ্বায়ক,
২০০৩ সালে সরকারি কলেজ ছাত্রদল, ফুলপুর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মহিবুল হক টুটুলের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং তাঁর ক্লিন ইমেজ তাঁকে আসন্ন নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে। ফুলপুর ও তারাকান্দার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করায় তিনি ইতিমধ্যেই স্থানীয়ভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফুলপুর-তারাকান্দা (১৪৬) আসনে তরুণ নেতৃত্বের অভাব পূরণে মহিবুল হক টুটুল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন। তিনি তরুণদের কাছে অনুপ্রেরণা আর প্রবীণদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
মনোনয়ন প্রসঙ্গে মহিবুল হক টুটুল বলেন
“আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকব। ফুলপুর ও তারাকান্দা উপজেলার উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই।”
No tags found for this post.
মন্তব্য করুন