নিজস্ব প্রতিবেদক
সাইবার জগতে সচেতনতা সৃষ্টি ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আল মোস্তফা বিশাল। তিনি ২০১৮ সাল থেকে সাইবার সংক্রান্ত বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে যুক্ত আছেন। তার অভিজ্ঞতা ও নিবেদন তরুণ প্রজন্মকে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে তিনি সাইবার এডুকেশন বিডি টিমের অ্যাডভাইজার (Advisor) হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও এই টিমটি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালে যাত্রা শুরু করেছে, তবে বিশাল শুরু থেকেই টিমের পরিকল্পনা, কাঠামো গঠন এবং কার্যক্রম বাস্তবায়নে অবদান রেখে আসছেন।
সহকর্মীদের মতে, আল মোস্তফা বিশাল একজন দায়িত্বশীল, কর্মঠ ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তি। তার পরামর্শ ও অভিজ্ঞতা টিমের প্রতিটি সদস্যকে উৎসাহিত করে সামনে এগিয়ে যেতে।
সাইবার এডুকেশন বিডি টিমের পক্ষ থেকে
আল মোস্তফা বিশালকে ধন্যবাদ জানানো হচ্ছে তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য।
No tags found for this post.
মন্তব্য করুন