শিখা সিদ্দিকী
স্বপ্ন আমার হবো কবি,
ছন্দে লিখবো দেশের ছবি।
হৃদয় ভরে স্বপ্ন দেখি,
দেশকে নিয়ে কবিতা লেখি।
সবার সেরা আমার দেশ,
দেশের নাম বাংলাদেশ।
শহীদ প্রাণের বিনিময়ে পেয়েছি এই দেশ,
তাদের নিয়ে যত লিখি হয় না কবু শেষ,
যাদের জন্য পেয়েছি, স্বাধীন এই দেশ,
করবো আমি দেশের যত্ন,
দেশ আমার রত্ন,
দেশ আমার স্বপ্ন।
(সমাপ্ত)
No tags found for this post.
মন্তব্য করুন